১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাসায় আগুন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ
স্বেচ্ছাসেবক লীগের সভাপতির বাসায় আগুন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, ‘কিছু সময় আগে কল পেয়ে আমাদের দুটি ইউনিট পীর মহল্লায় গিয়েছে সাবেক কাউন্সিলরের বাসার আগুন নেভাতে। আগুন নেভানোর কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।’

পীর মহল্লা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে একদল লোক মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়। পরে তারা যাওয়ার সময় আগুন লাগিয়ে যায়।

Manual7 Ad Code

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Manual5 Ad Code

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা, হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব ৫ আগস্টের পর থেকে পলাতক।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code