১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ
সুনামগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক বিদেশি মদসহ তিনজন গ্রেফতার

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

ফকির হাসান :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আক্তাপাড়া এলাকার আব্দুল্লাহ আল মামুন (২০), পশ্চিম মাজেরটেক এলাকার জুনায়েদ আহমদ (২০) এবং রাতারগাঁও এলাকার মানিক মিয়া(২০)।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল সুনামগঞ্জ সদর থানাধীন সদরগড় আলীর বাজারে অভিযান চালায়।

Manual7 Ad Code

অভিযানের নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ। তার সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল ফরিদ মিয়া।

Manual4 Ad Code

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় ব্র্যান্ডের AC BLACK মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code