১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুবলীগ-কৃষক লীগের দুই নেতা এখন পুলিশের খাঁচায়!

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ
যুবলীগ-কৃষক লীগের দুই নেতা এখন পুলিশের খাঁচায়!

বিশেষ প্রতিনিধি :
সিলেট সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ-কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আইন উদ্দিন (১নং বংশীকুন্ডা উওর ইউনিয়ন যুবলীগের সভাপতি) একই উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত একিন আলীর ছেলে মোশারফ হোসেন ( ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগ সভাপতি)।

 

গ্রেফতারকৃতদের মঙ্গলবার ২০২৪ সালের ২৭ নভেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, অন্ত:বরÍী সরকার পতনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঝ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এরপুর্বে সোমবার বেলা তিনটার দিকে উপজেলার মষেখলা বাজার থেকে যুবলীগ সভাপতি আইন উদ্দিন ও বিকেল ৫টার দিকে আটাইশা মাছিমপুর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোশারফ হোসেনকে গ্রেফতার করে মধ্যনগর থানা পুলিশ।
মঙ্গলবার মধ্যনগর থানার ওসি মো: সজীব রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Sharing is caring!