১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে ভূয়া পুলিশসহ দুই যুবক আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে ভূয়া পুলিশসহ দুই যুবক আটক

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী গামারীতলা এলাকা থেকে একজন ভূয়া পুলিশসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

২ই ডিসেম্বর সোমবার দুপুরে মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

Manual6 Ad Code

পুলিশের পোষাক পড়া আটককৃত ব্যক্তির নাম মো. বাকির হোসেন। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা আবু চাঁনের ছেলে। এছাড়াও আরেকজন মোটরসাইকেল চালক একই উপজেলার গোটিলা গ্রামের বাসিন্দা আব্দুল মো. আ. মালেকের ছেলে তাবারত হোসেন।

Manual4 Ad Code

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে তাবারত হোসেন মোটর সাইকেল চালিয়ে পুলিশের পোষাক পড়ে মো. বাকির হোসেনের মোটর সাইকেল করে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলো। তাদের উপস্থিতি সন্দেহজনক হওয়ায় বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। পরে জানা যায়, সে পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পড়ে ঘুরাঘুরি করছিলো।

এবিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code