২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে ২০০ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে ২০০ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার

ফকির হাসান :: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ বোতল বিদেশি মদসহ সুকেষ আচার্য (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাতক পৌর শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে মদসহ মাদক কারবারিকে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। সুকেষ আচার্য দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, সুকেষ আচার্য দীর্ঘদিন ধরে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকায় মাদক বিক্রি করার জন্য আসে। এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানার উপ পরিদর্শক মো. সিকান্দারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ওই কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল, ৬৮ বোতল এসি ব্ল্যাক এবং ২২ বোতল ম্যাকডাউয়েল’স নামীয় বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান।

Sharing is caring!