১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে দেশী মদ তৈরির আস্তানায় অভিযান, প্রায় ৪শত লিটারদেশীয় মদ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ণ
কালীগঞ্জে দেশী মদ তৈরির আস্তানায় অভিযান, প্রায় ৪শত লিটারদেশীয় মদ উদ্ধার

Manual2 Ad Code

মোঃ জয় সরকার,স্টাফ রিপোর্টারঃ-

Manual8 Ad Code

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর বাড়ীতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এসময় উজ্জ্বল ধরেন এর স্ত্রী ববি মারিয়া গমেজ (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ দড়িপাড়া গ্রামের উজ্জ্বল ধরেন গোপন আস্থানায় চোলাই মদ তৈরি ও বিক্রিয় করে আসছিল।

Manual1 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৬টার দিকে ওই আস্তানায় অভিযান চালিয়ে উজ্জ্বল ধরেন এর স্ত্রীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

সে সময় অভিযানে ২০ লিটারের ৫টি, ১০ লিটারের ২৫টি প্লাস্টিকের ড্রাম চোলাই মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত জাওয়া/ওয়াশ ছয়টি বড় ড্রাম উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমি ও আমার থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয। উদ্ধার কৃত মাদকের আনুমানিক মুল্য: ৪০০ লিটার চোলাই মদের মুল্য=৪০০,০০০/. চোলাই মদ তৈরির কাঁচা মালের মুল্য= ৯০.০০০/ সর্বমোট উদ্ধারকিত মাদকের আনুমানিক মুল্য= ৪,৯০,৯০০০ টাকা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে পাঠানো হবে। স্থানীয়রা এই মদ তৈরির মালিকের গ্রেপ্তারে দাবি করেন, এবং গ্রেপ্তারকৃত আসামীর দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন। এলাকা বাসী চোলাই মদ তৈরীর আস্তানা ধ্বংস হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code