২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে কোটি টাকার চোরাই পন্য আটক

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৭:০৭ অপরাহ্ণ
সিলেটে কোটি টাকার চোরাই পন্য আটক

এফ এম হাসান :: সিলেটের সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি। ভারত থেকে অবৈধভাবে চোরাকারবারীরা এসব পণ্য বাংলাদেশ নিয়ে আসছে। রবিবার সকালে ফের কোটি টাকার ভারতীয় পণ্য জব্দের সংবাদ জানিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ী ৪১৮ পিস, লেহেঙ্গা ৩৮ পিস, জুতা ৪১২ জোড়া, কম্বল ৫ পিস, সাবান ১১০ পিস, মদ ৮৮ বোতল, রসুন ৬০ কেজি, ট্রলি ২টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান,সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Sharing is caring!