১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৭ আসামী গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ণ
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৭ আসামী গ্রেফতার

Manual1 Ad Code

ক্রাইম রিপোর্টারঃ- ছাতক থানা পুলিশের অভিযানে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

ছাতক থানা পুলিশ পরিদর্শক (নিঃ) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস ছত্তারের নেতৃত্বে এসআই আখতার,এসআই সারোয়ার,এসআই সনজয়,এসআই শফিক,এসআই ছালাম,এসআই সিকান্দর,এসআই বিন আমিন,এসআই পংকজ,এসআই মাসুদ,এএসআই তোহা,এএসআই তোলা, এএসআই মাসুদ,এএসআই আরিফ,এএসআই বিশ্বজিৎ সহ সঙ্গীয় ফোর্স উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ আসামীকে গ্রেফতার করেছেন।

Manual2 Ad Code

অভিযানে জিআর ২৭৭/২৩ ইং মামলার পলাতক আসামী উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র বাবুল মিয়া, দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শী গ্রামের সিআর-৩৮৬/২৪ ইং (ছাতক) মামলার আসামী মৃত জালু নিয়ার পুত্র মোঃ সুমন মিয়া একই গ্রামের সিআর-৩৯১/২৪ইং (ছাতক) মামলার আসামী মৃত সুন্দর আলীর পুত্র মোঃ মিজানুর রহমান, সিআর-৩৮৬/২৪ইং (ছাতক) মামলার আসামী মৃত আজাদ মিয়ার পুত্র মোঃ ফারুক মিয়া, সিআর- ৪৮৬ / ২৪ ইং (ছাতক) মামলার আসামী মৃত মোছদ্দর আলীর পুত্র মোঃ সিতাব আলী, সিআর-৩৪/২৪ ইং (ছাতক) মৃত আব্দুল মান্নানের পুত্র জিতু মিয়া এবং সিআর-৩৪/২৪ইং (ছাতক) মামলাভুক্ত আসামী মৃত আব্দুল মান্নানের পুত্র হাজী মোঃ শাহবাজ মিয়াকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামীকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code