১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বড় গিন্নি ★ জেরিন আক্তার

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
বড় গিন্নি ★ জেরিন আক্তার

Manual8 Ad Code

★বড় গিন্নি★

★জেরিন আক্তার★

এই যে তুমি সারাটা দিন ফুরালে
আলোর স্রোতে ভাসো
সময় কে ছেড়ে দিয়ে তুমি আমার
অসময়ের ভীষণ কাছে আসো।

সময় যদি তুমি ভুলে যাও বড়
গিন্নিকে মিটিয়ে দিতে তোমার
দেনা,দেখবে হঠাৎ জীবন তোমার কত
খানিকটা হইয়ে গেছে অচেনা।

নিজের চোখের সামনে আরেক
জনকে ভালোবাসার কতই না
ছদ্মবেশের করেছ অনেক ভান,

লিখব তখন আমি অনেক কিছুর
নতুন দিনে নতুন কথা নতুন
অভিভান।

Manual8 Ad Code

নতুন দিনের নতুন ছোঁয়া নতুন
ভালোবাসা, দুদিন পরে চলে যাবে
থাকবে না আর তোমার সেই
ভালোবাসা ,

টাকা যত আছে তোমার, থাকবে
সে ততদিন, আর টাকা না থাকলে তোমার
কাজে লাগবে সেই পুরান ঘরের টিম।

Manual8 Ad Code

নয়াতে নয় গুন পুরানেতে 18 গুণ,
আগেরকার মুরুব্বিরা বলে, বাস্তবতা
দেখতে গিয়ে সেই কথাটাই মিলে,

Manual8 Ad Code

ছোট ভালোবাসা আসে সংসারে,
টাকার লোভে পড়ে।

টাকা ফুরিয়ে গেলে ছোট গিন্নি,
আর নাহি ভালোবাসে, আর শেষ মুহূর্তে শূন্য ঘরে, বড় গিন্নি পাশে বসে কাঁদে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code