★বড় গিন্নি★
★জেরিন আক্তার★
এই যে তুমি সারাটা দিন ফুরালে
আলোর স্রোতে ভাসো
সময় কে ছেড়ে দিয়ে তুমি আমার
অসময়ের ভীষণ কাছে আসো।
সময় যদি তুমি ভুলে যাও বড়
গিন্নিকে মিটিয়ে দিতে তোমার
দেনা,দেখবে হঠাৎ জীবন তোমার কত
খানিকটা হইয়ে গেছে অচেনা।
নিজের চোখের সামনে আরেক
জনকে ভালোবাসার কতই না
ছদ্মবেশের করেছ অনেক ভান,
লিখব তখন আমি অনেক কিছুর
নতুন দিনে নতুন কথা নতুন
অভিভান।
নতুন দিনের নতুন ছোঁয়া নতুন
ভালোবাসা, দুদিন পরে চলে যাবে
থাকবে না আর তোমার সেই
ভালোবাসা ,
টাকা যত আছে তোমার, থাকবে
সে ততদিন, আর টাকা না থাকলে তোমার
কাজে লাগবে সেই পুরান ঘরের টিম।
নয়াতে নয় গুন পুরানেতে 18 গুণ,
আগেরকার মুরুব্বিরা বলে, বাস্তবতা
দেখতে গিয়ে সেই কথাটাই মিলে,
ছোট ভালোবাসা আসে সংসারে,
টাকার লোভে পড়ে।
টাকা ফুরিয়ে গেলে ছোট গিন্নি,
আর নাহি ভালোবাসে, আর শেষ মুহূর্তে শূন্য ঘরে, বড় গিন্নি পাশে বসে কাঁদে।
Sharing is caring!