১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বড় গিন্নি ★ জেরিন আক্তার

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
বড় গিন্নি ★ জেরিন আক্তার

Manual2 Ad Code

★বড় গিন্নি★

★জেরিন আক্তার★

এই যে তুমি সারাটা দিন ফুরালে
আলোর স্রোতে ভাসো
সময় কে ছেড়ে দিয়ে তুমি আমার
অসময়ের ভীষণ কাছে আসো।

Manual4 Ad Code

সময় যদি তুমি ভুলে যাও বড়
গিন্নিকে মিটিয়ে দিতে তোমার
দেনা,দেখবে হঠাৎ জীবন তোমার কত
খানিকটা হইয়ে গেছে অচেনা।

Manual7 Ad Code

নিজের চোখের সামনে আরেক
জনকে ভালোবাসার কতই না
ছদ্মবেশের করেছ অনেক ভান,

লিখব তখন আমি অনেক কিছুর
নতুন দিনে নতুন কথা নতুন
অভিভান।

নতুন দিনের নতুন ছোঁয়া নতুন
ভালোবাসা, দুদিন পরে চলে যাবে
থাকবে না আর তোমার সেই
ভালোবাসা ,

টাকা যত আছে তোমার, থাকবে
সে ততদিন, আর টাকা না থাকলে তোমার
কাজে লাগবে সেই পুরান ঘরের টিম।

নয়াতে নয় গুন পুরানেতে 18 গুণ,
আগেরকার মুরুব্বিরা বলে, বাস্তবতা
দেখতে গিয়ে সেই কথাটাই মিলে,

ছোট ভালোবাসা আসে সংসারে,
টাকার লোভে পড়ে।

Manual6 Ad Code

টাকা ফুরিয়ে গেলে ছোট গিন্নি,
আর নাহি ভালোবাসে, আর শেষ মুহূর্তে শূন্য ঘরে, বড় গিন্নি পাশে বসে কাঁদে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code