
শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।
ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ – জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে দেশে নানা আয়োজনে তাকে স্মরণ করা হয়েছে।
তাঁর অসামান্য সাহিত্যিক কীর্তি, সামাজিক ন্যায্যতা ও মানবতার চেতনায় উৎসর্গীকৃত জীবন দেশবাসীর কাছে অমর হয়ে আছে। আজ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও পাঠক সমিতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় কবিকে স্মরণ করেছে।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং অন্যান্য শহর ও গ্রামে ফুল দিয়ে তাঁর প্রতিকৃতিতে অশ্রুসিক্ত শ্রদ্ধা জানানো হয়। জাতীয় কবির সাহিত্যকর্ম মানুষের স্বাধীনচেতা, সাম্যবাদের প্রচার ও মানবতার কল্যাণে অনুপ্রেরণা যোগিয়েছে। তাঁর লেখা কবিতা ও গান আজও প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণার উৎস হিসেবে অমর।
শিক্ষাবিদরা বলেন, “নজরুলের কর্ম ও সাহিত্য আমাদের সমাজকে উদারচেতা, সাহসী ও ন্যায্যতায় বিশ্বাসী করে তুলেছে। তাঁর চেতনা আজও তরুণ প্রজন্মকে নতুন উদ্যমে এগিয়ে চলার শক্তি দেয়।” আজকের স্মরণসভা ও সাহিত্যচর্চা অনুষ্ঠানে কবির রচিত গান ও কবিতা পাঠের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।
দেশের মানুষ জাতীয় কবির আত্মত্যাগ, সাহস ও মানবিক দৃষ্টিভঙ্গিকে স্মরণ করে, তাঁর চিরন্তন কীর্তিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
Sharing is caring!