৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হিলিতে শুরু হওয়া ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিন আজ, আগামীকাল সমাপ্তি।

admin
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
হিলিতে শুরু হওয়া ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিন আজ, আগামীকাল সমাপ্তি।

ইয়াসির আরাফাত, স্টাফ রিপোর্টার

”আলোকিত মানুষ চাই,মানুষ তার সপ্নের সমান বড়” এই প্রতিপাদ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে গত ১৮ আগস্ট সোমবার হিলিতে শুরু হওয়া ভ্রাম্যমাণ বইমেলার তৃতীয় দিন আজ বুধবার ২০ আগস্ট।

বইমেলাকে ঘিরে হাকিমপুর সরকারী ডিগ্রি কলেজ ও বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের আশেপাশের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছে। হিলি ও আশেপাশের এলাকার স্কুল -কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ দেখতে আসছেন ভ্রাম্যমাণ বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে খাদ্যসামগ্রী সহ বিভিন্ন স্টল সাজিয়ে বসেছেন হাকিমপুর নারী উদ্যোক্তাগণ সহ অন্যান্য উদ্যোক্তারা। বইপ্রেমী মানুষেরা ছুটে আসছেন তাদের পছন্দের লেখক -লেখিকার লেখা গল্প,উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন সহ বিভিন্ন বই পড়তে ও সংগ্রহ করতে।

আগামীকাল ২১ আগস্ট বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ বইমেলার সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য যে, গত ১৮ আগস্ট সোমবার বইমেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাকিমপুর একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় এলাকার জনসাধারণ ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!