১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

অঝোরে বহে জলনিধি

admin
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০৫:১৯ অপরাহ্ণ
অঝোরে বহে জলনিধি

Manual2 Ad Code

অঝোরে বহে জলনিধি

Manual3 Ad Code

★ শাহ সাবরিনা মোয়াজ্জেম ★

Manual5 Ad Code

ভিজে রক্তে মা মরা শোক
যৌন শোক আর বিবর্ণ নারীর দুখ!
অবক্ষয় বাড়ে গর্ভকালীন প্রবঞ্চনার।
ধোঁয়ার কুণ্ডলী জরাজীর্ণ কথার—।
গাথুঁনিতে—ডোমের টেবিলে শুইয়ে
ব্যবচ্ছেদ করবো নিদ্রাহীনতার
————— হৃষ্টপুষ্ট কারণ গুলোকে।
গুরুত্বপূর্ণ অধ্যায়ের আগেই কেনো
————–ক্লিক ক্লিক ফ্লাসব্যাক?

সতীদাহ সৈকতের—আঁধারে আসন্ন
সন্ধ্যায়—মহুয়া জনান্তিক প্রগভলতার
সূর্য কেনো—সীমান্তে দাঁড়িয়ে?
প্রগাঢ় নোঙ্গরে জীবন ভারবাহী—
শঙ্খচূঁড় নদীর মোহনায় দুরান্তের প্রতিধ্বনি
———————-ছুঁয়ে নামে গণিকার ফেরোমন!

আহলাদে অতি আদরের উচ্ছ্বাসে
——————নিভৃত প্রেম জাগায় পুরুষ
তার পিচ্ছিল ফাঁদে পা বাড়ায়—নারী!
গড়ে তোলে আপন খেয়ালে কচ্ছপি খোলস।
————আবেগের নষ্টনীড়—নষ্ট পাতার
———- কেওয়াজের ভীড়ে নারী হয় উপেক্ষিত!
কেননা—গণিকা নারী!
আর নারী মানের প্রেম মমতার অনুসঙ্গ!
শিহরিত আবাল বৃদ্ধ বনিতা মুষলিনী
সব কিছুর ঊর্ধ্বে বা আধার—নারী!
কমনিয় নারীর জঠরে ধারণ করে
—————দানবরূপি ভ্রুণ!
ইচ্ছের বাজারে—নারী গণিকা নয়।
হটকারিতায় উদ্বিগ্ন আয়েশের খেলা হলো নারী।
তাইতো—যেটুকু শরীর খোলে
——–ঠিক তার ঊর্ধ্বে উঠে গণিকা তার শরিরি ভাঁজ খোলে জলনিধির সমতুল্যে—!

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code