১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Manual1 Ad Code

শেরপুর প্রতিনিধি :: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবির) মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ১৪০ বোতল মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত মাদক  ব্যবসায়ী রমজান আলী (২৪) জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাস আলীর ছেলে।

ডিবি সুএে জানা যায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে ডিবির নবাগত ওসি সালেমুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার সময়ের সাহসী পুলিশ অফিসার শফিকুর রহমান সজীবের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ শে অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় নৌহাটা মোড় সংলগ্ন ।

বিসমিল্লাহ মেডিকেল হলের সামনে নালিতাবাড়ি হইতে জামালপুর গ্রামী সরকারি রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে সিলভার রঙের রেজি নং ঢাকা মেট্রো গ  ২০-৮৪০১নাম্বার ধারী একটি প্রাইভেট কার তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় মত সহ রমজান আলীকে আটক করে।

Manual7 Ad Code

অভিযানের নেতৃত্বে থাকা চৌকস উপ পুলিশ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান সজীব জানায়, সোসের গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শেরপুরের সীমান্ত এলাকা থেকে একটি সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র প্রাইভেটে কারে করে ভারতীয় মদ অন্যত্র নিয়ে যাচ্ছে এরই অংশ হিসেবে সকাল থেকেই আমরা খোয়ারপাড় এলাকায় অবস্থান করি।

Manual7 Ad Code

পরবর্তীতে বিকাল বেলায় সিলভার রঙের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করি।

Manual4 Ad Code

ডিবির নবাগত (ওসি)  মো সালেমুজ্জামান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায়,ডিবি পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে।

ধৃত রমজান আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে আজ শনিবার বিজ্ঞ আদালতে সোপদ করা হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code