১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুর জেলা আ.লীগ নেতা চন্দন পাল রিমান্ডে

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ণ
শেরপুর জেলা আ.লীগ নেতা চন্দন পাল রিমান্ডে

Manual8 Ad Code

মোঃ শহিদুল ইসলাম,শেরপুর জেলা প্রতিনিধি :

Manual8 Ad Code

মাহাবুব হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট চন্দন কুমার পালের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেই সাথে আরও দুইটি হত্যা মামলায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে।

Manual1 Ad Code

এর আগে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ চন্দন কুমার পালকে আদালতে সোপর্দ করে।

এব্যাপারে শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া মাহাবুব হত্যা মামলায় চন্দন কুমার পালকে এক দিনের রিমান্ড এবং অপর দুই হত্যা মামলায় জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরে নিহত সবুজ মিয়া, সৌরভ ও মাহাবুব নামে তিন ছাত্রের পৃথক হত্যা মামলায় অ্যাডভোকেট চন্দন কুমার পালকে আসামি করা হয়েছে। গত ১৬ অক্টোবর বুধবার বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেফতার হন চন্দন কুমার পাল।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code