১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জালালাবাদ থানা পুলিশের হাতে মইয়ারচর এলাকায় ০২ জন মাদক ব্যবসায়ী আটক ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ
জালালাবাদ থানা পুলিশের হাতে মইয়ারচর এলাকায় ০২ জন মাদক ব্যবসায়ী আটক ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Manual6 Ad Code

ক্রাইম রিপোর্টার, সিলেট থেকে :
উপ-পুলিশ কমিশনার (উত্তর), এসএমপির, দিক নির্দেশনায় ২১/১০/২০২৪ ইং তারিখে এসআই জয়ন্ত চন্দ্র দে, ডিউটি চলাকালীন সিয়েরা-২২ অফিসার এএসআই(নিঃ)/ শফি আহমদ চৌধুরীর সঙ্গে থাকাকালীন ফোর্সসহ জালালাবাদ থানা এলাকার ওয়ারেন্ট ভুক্ত আসামি ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অপারেশন পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ২১/১০/২০২৪ইং বিকাল অনুমান ১৭:৫০ ঘটিকার সময় যে, কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে করেছে জালালাবাদ থানা সংলগ্ন মইয়ারচর এলাকার জনাব জহির উদ্দিন আহমদ (প্রয়াতচেয়ারম্যান) এর বাড়ীর প্রধান গেইটের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট সাথে নিয়ে অবস্থান করতেছে। উক্ত সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় টি জানিয়ে থানা এলাকার দিবাকালীন অফিসার নিয়ে গাড়ী যোগে ঘটনাস্থলে রাত অনুমান ১৮:০০ ঘটিকার সময় পৌঁছাতে পারেন।

Manual6 Ad Code

সেখানে আগে থেকে রাস্তায় একপাশে দাড়িয়ে থাকা ০২জন ব্যক্তি পুলিশের টহল টিমের পুলিশের গাড়ি ও উপস্থিতি দেখে পালিয়ে যাবার চেষ্টা করলে সাথে থাকা অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে আসামী ১। নিজাম উদ্দিন বয়স (৪৬), পিতা-মৃত রশিদ উল্লাহ, সাং-মইয়ারচর, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। মোঃ ছালিম বয়স (৪৮), পিতা-মৃত কালা মিয়া, সাং-ব্রাহ্মণগাঁও (পাগলা), থানা-দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। পালানোর চেষ্টা ও তাদের কথায় সন্দেহ তৈরী হলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নিয়ে উপস্থিত লোকজনকে সাক্ষী রেখে তাদের সামনে আসামীদের দেহ তল্লাশী করে পুলিশ এই সময় নিজাম উদ্দিন বয়স(৪৬) এর পড়া লুঙ্গির কোচ হতে আসামী নিজ হাতে বের করে দেওয়া বায়ুরোধক পলিপ্যাক দুইটি যার একটি কালো রংয়ের পলিপ্যাকের ভেতরে ১০০ (একশত) পিস ও অপর একটি নীল রংয়ের পলিপ্যাকের ভেতরে ৭০ (সত্তর) পিস সহ মোট ১৭০ (একশত সত্তর) পিস হালকা গোলাপী রংয়ের মাদক( ইয়াবা) ট্যাবলেট এবং দ্বিতীয় মোঃ ছালিম বয়স(৪৮) এর পড়নের প্যান্টের ডান পকেট থেকে আসামী নিজ হাতে বের করে দেওয়া একটি কালো রংয়ের বায়ুরোধক পলিপ্যাকের ভেতরে ১০০ (একশত) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট (১৭০+১০০)=২৭০ (দুইশত সত্তর) পিস, ওজন (সাতাশ) গ্রাম, যাহার মূল্য ৮১,০০০/-(একাশি হাজার) টাকা।

Manual4 Ad Code

ইয়াবা উদ্ধার করার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তারিখ ২১/১০/২০২৪ইং রাত ১৮:৩৫ ঘটিকায় স্পষ্টই বৈদ্যুতিক আলোতে আলামত জব্দ করে পুলিশ । এই ঘটনার বিষয়ে এসআই(নিঃ) জয়ন্ত চন্দ্র দে, ধৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায় করলে এই বিষয়ে জালালাবাদ থানার মামলা নং-৮, তাং-২১/১০/২০২৪ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক) মামলা রুজু করা হয়। আটক করা আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হবে ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code