১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual5 Ad Code

উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ালো ম্যাচের একেবারে শেষ দিকে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে জয়ের সম্ভাবনা জাগাল লিভারপুল, তবে শেষ মুহূর্তে অলরেডদের সেই আশায় গুড়েবালি।

রোববার (৪ জানুয়ারি) প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো তারা।
ফুলহ্যামের মাঠে ২-২ গোলে ড্র করলো লিভারপুল।

Manual1 Ad Code

হ্যারি উইলসনের গোলে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। পরে সফরকারীদের সমতায় ফেরান ফ্লোহিয়ান ভিয়েৎস। যোগ করা সময়ে হাকপোর গোলে এগিয়েও যায় তারা। তার তিন মিনিট পর সমতা টানেন হ্যারিসন রিড।

গত বছরের শেষদিকে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তিনটিসহ সব মিলিয়ে টানা চার ম্যাচ জিতে বছর শেষ করে তারা। কিন্তু নতুন বছরের প্রথম দিনে ঘরের মাঠে ড্র করে লিডস ইউনাইটেডের সঙ্গে। এবার পয়েন্ট টেবিলের নিচের সারির দলের বিপক্ষে আবারও হোঁচট খেল তারা।

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ফুলহ্যাম।

Manual5 Ad Code

ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে লিভারপুল। রাউল হিমেনেসের চমৎকার এক ওয়ানটাচ পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন হ্যারি উইলসন। প্রথমে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও, ভিএআরের সাহায্যে পরে গোলের বাঁশি বাজান রেফারি।

Manual7 Ad Code

৫৭তম মিনিটে কনর ব্র্যাডলির পাস ধরে সমতা টানেন ভিয়েৎস। বল পায়ে দারুণ নৈপুণ্যে ড্রিবলিং করে এগিয়ে, ডি-বক্সে কয়েকজনের মধ্যে থেকে ছোট পাস বাড়ান ব্র্যাডলি আর প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ডান দিক থেকে সতীর্থের ক্রসে প্রতিপক্ষের পায়ে লেহে বল চলে যায় হাকপোর কাছে। পরে সহজেই ডান পায়ের শটে বল লক্ষ্যে পাঠান তিনি।

যদিও তাদের ওই আনন্দ স্থায়ী হয় কিছুক্ষণ। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার রিড। আর তাতেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code