১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

২০ তম ম্যাচে এসে জয়ের দেখা পেল উলভারহ্যাম্পটন

admin
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
২০ তম ম্যাচে এসে জয়ের দেখা পেল উলভারহ্যাম্পটন

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

১৯ ম্যাচের অপেক্ষা, অবশেষে ২০তম ম্যাচে এসে জয়ের মুখ দেখল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। প্রিমিয়ার লিগের সমীহ জাগানো দলটা চলতি মৌসুমে প্রথম ১৯ ম্যাচে সংগ্রহ করেছিল মাত্র ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা দলটা খুব নাটকীয় কিছু না ঘটলে অবনমিত হওয়া নিশ্চিতই বলা যায়।

Manual2 Ad Code

নতুন বছরে তাদের প্রথম ম্যাচটা ছিল অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে। ঘরের মাঠে দারুণ এক জয়ে খরা কাটিয়ে আশার আলো জ্বেলেছে রব অ্যাডওয়ার্ডসের শিষ্যরা।
১৯ ম্যাচ পর লিগে জয়ের দেখা পেয়েছে উলভারহ্যাম্পটন।

শনিবার (৩ জানুয়ারি) মলিনাক্স স্টেডিয়ামে সফরকারী ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে উলভারহ্যাম্পটন। ম্যাচের তিনটি গোলই হয় প্রথমার্ধে। জন আরিয়াস, হোয়াং হি-চান ও মাথেউস মানে উলভসের পক্ষে গোল তিনটি করেন।

এই জয়ের পর ২০ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০ নম্বরেই থাকছে উলভারহ্যাম্পটন। সমান ম্যাচে ৩ জয় ও ৫ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে ওয়েস্টহ্যাম।

Manual8 Ad Code

এদিন ম্যাচের চতুর্থ মিনিটে জন আরিয়াস উলভসকে লিড এনে দেন। ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হে-চান। ১০ মিনিট পর মানে গোল করলে জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি ম্যাচে।

Manual7 Ad Code

এদিকে, আর্সেনালের বিপক্ষে বড় হারের ধাক্কা ভুলে জয়ের ধারায় ফিরেছে অ্যাস্টন ভিলা। নটিংহ্যাম ফরেস্টকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে উনাই এমেরির শিষ্যরা। এক ম্যাচ বেশি খেলে ভিলা পেছনে ফেলেছে ম্যানচেস্টার সিটিকে।

ভিলা পার্কে এদিন প্রথমার্ধে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ওলে ওয়াটকিন্স। দ্বিতীয়ার্ধে জন ম্যাকগিন জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে মর্গান গিবস-হোয়াইট একটি গোল শোধ করেন।
২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code