২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
মোটরসাইকেল-প্রাইভেটকারের সংঘর্ষ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

টাঙ্গাইল পৌর শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন পূর্ব পাশে এক সাংবাদিকের মোটরসাইকেলে প্রাইভেটকারের সংঘর্ষ হওয়ার জেরে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় গত ১৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. মাসুদুল হক। তিনি ‘দৈনিক টাঙ্গাইল সমাচার’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।

Manual2 Ad Code

জিডিতে অভিযুক্ত করা হয়েছে সোনিয়া নার্সিংহোম এর চেয়ারম্যান রেজভী (৫৫) নামীয় এক ব্যক্তির সঙ্গে

Manual4 Ad Code

গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় টাঙ্গাইল সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মাসুদুল হক তার স্ত্রী ও সন্তানসহ মোটরসাইকেলযোগে ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন।

পথে শামসুল হক তোরণ পার হয়ে ডানে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির ব্রেক লিভার দুমড়ে-মুচড়ে যায়।

জিডিতে উল্লেখ করেন যে, দুর্ঘটনার পর তিনি প্রাইভেট কার চালকের কাছে ঘটনার কারণ জানতে চাইলে প্রাইভেটকার থেকে পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি নেমে আসেন।

Manual4 Ad Code

ওই ব্যক্তি নিজেকে ‘সোনিয়া নার্সিংহোমের চেয়ারম্যান রেজভী’ বলে পরিচয় দেন এবং সাংবাদিক মাসুদুল হককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
মাসুদুল হক যখন নিজের পরিচয় দেন যে তিনি একজন সাংবাদিক, তখন অভিযুক্ত ব্যক্তি আরও ক্ষি”প্ত হয়ে ওঠেন এবং তাকে দেখে নেওয়ার কথা বলে এবং প্রাণ নাশের হুমকি দেন।

এই ঘটনার পর সাংবাদিক মাসুদুল হক নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বোধ করছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

Manual2 Ad Code

টাঙ্গাইল সদর থানায় কর্তব্যরত পুলিশ জিডিটি গ্রহণ করেছেন (জিডি নং- ১৬০৫, তারিখ: ১৮/১২/২৫)। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।
এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টাঙ্গাইলের স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code