লোকমান ফারুক, রংপুর
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মক্তাগাড়ি গ্রামে ধানক্ষেতের মাঠ থেকে নুরুল ইসলাম (৫৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ওমরপুরগামী কাঁচা রাস্তার পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ বলছে, মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তদন্ত চলছে।
Sharing is caring!