১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাপানে আঘাত হানল ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:২১ অপরাহ্ণ
জাপানে আঘাত হানল ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার (১২ ডিসেম্বর) ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর ১ মিটার (৩৯ ইঞ্চি) পর্যন্ত উঁচু ঢেউয়ের জন্য সুনামির সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

Manual3 Ad Code

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার রাতে একই অঞ্চলে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর, আওমোরি প্রিফেকচারের উপকূলে স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা ৪৪ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।

Manual7 Ad Code

জানা গেছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২ মাইল)।

Manual8 Ad Code

সোমবারের ভূমিকম্পের পর, জাপান সরকার উত্তরের হোক্কাইদো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ পরামর্শ জারি করে সতর্ক করেছিল যে, এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা বাড়ছে।

Manual3 Ad Code

প্রসঙ্গত, জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি, যেখানে কমপক্ষে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code