১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:২৮ অপরাহ্ণ
ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেফতার

Manual8 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) একটি অনুষ্ঠান থেকে ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন। নার্গিসের ভাই মেহদির বরাত দিয়ে ‘নার্গিস ফাউন্ডেশন’ এ তথ্য জানিয়েছে।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি।

Manual8 Ad Code

প্যারিসভিত্তিক নার্গিস ফাউন্ডেশন জানায়, আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনী নার্গিস মোহাম্মদিকে গ্রেফতার করেছেন।
খোসরো ইরানের একজন সুপরিচিত আইনজীবী। সম্প্রতি নিজের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নার্গিসের স্বামী প্যারিসপ্রবাসী তাঘি রাহমানিও তার স্ত্রীর গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে খোসরো আলিকোরদির স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের আরেকজন মানবাধিকারকর্মী সেপিদেহ বাহলিয়ানকেও গ্রেফতার করা হয়।
নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। দুই দশকের বেশির ভাগ সময় তিনি তেহরানের এভিন কারাগারে কাটিয়েছেন।

এদিকে নার্গিস মোহাম্মদিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার কমিটি। শুক্রবার এক বিবৃতিতে নোবেল শান্তি কমিটি জানায়, ইরানের মানবাধিকার কর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মাদিকে ‘নির্মমভাবে’ গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code