স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ শরু হয়েছে।
এই পরিস্থিতির উন্নতি না ঘটলে আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনসিএম) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি থেকে ভারী ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ও। শিগগিরই এই অবস্থার উন্নতি না হলে আকস্মিক বন্যা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, হাইল, তাবুক, আল জৌফের কিছু অংশে এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে।
অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।
এনসিএমের তথ্যানুসারে, সৌদি আরবের এমন আবহাওয়া পরিস্থিতির জন্য দায়ী লোহিত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লোহিত সাগর থেকে সৌদির বিভিন্ন এলাকায় ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছে ঝেড়ো হওয়া।
বাতাসের এই গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। গালফ নিউজ বলছে, পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া শুরু হয়েছে।
বর্তমানে সেখান থেকে সৌদির দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে।
এই গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।