স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। লা লিগায় শনিবার (১৩ ডিসেম্বর) ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জয় পায় তারা। জোড়া গোল করেছেন রাফিনহা।
ওসাসুনার বিপক্ষে প্রায় ৮০ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। সফরকারীদের তিন শটের দুটি লক্ষ্যে ছিল।
বার্সেলোনা শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, ২০তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়ে যায় ওসাসুনা। বুদিমিরের শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া।
প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
৭০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে পেদ্রি বল ধরে এগিয়ে গিয়ে পাস দেন রাফিনহাকে। বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরাল শটে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জালে পাঠান ২৮ বছর বয়সি তারকা।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রাফিনহা। ইয়ামালের পাস বক্সে পেয়ে ক্রস বাড়ান ডিফেন্ডার জুল কুন্দে। ওসাসুনার এক খেলোয়াড়ের পায়ে লেগে যাওয়া বল দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক।
১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।
Sharing is caring!