১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফ্রান্সে ব্রিটেনের জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

admin
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ণ
ফ্রান্সে ব্রিটেনের জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে চুরির ঘটনার পর এবার ব্রিটেনের ব্রিস্টল জাদুঘর থেকেও উধাও হয়েছে ৬০০-র বেশি মূল্যবান শিল্পকর্ম। দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যের পুলিশ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
হাতির দাঁতের বুদ্ধ মূর্তি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউনিফর্ম।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে। তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Manual8 Ad Code

ব্রিস্টল সিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে-গয়না, পদক, খোদাই করা হাতির দাঁত, ব্যাজ, রুপার বিভিন্ন অলংকার, ব্রোঞ্জের মূর্তিসহ অসংখ্য ঐতিহাসিক বস্তু।
তদন্ত কর্মকর্তারা বলেছেন, এসব শিল্পকর্মের সাংস্কৃতিক মূল্য অত্যন্ত উচ্চ। জাদুঘর কর্তৃপক্ষও জানায়, সংগ্রহগুলোর অনেকটির সঙ্গে বিভিন্ন দেশের ইতিহাস জড়িয়ে আছে, যা সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে।

Manual3 Ad Code

তবে চুরির আড়াই মাসের বেশি সময় পর কেন সন্দেহভাজনদের ছবি প্রকাশ করা হলো এ বিষয়ে পুলিশ বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
ব্রিস্টল সিটি কাউন্সিলের ‘কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ’ বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এই শিল্পকর্মগুলো ছিল ২০০ বছরের ব্রিটিশ সাম্রাজ্য ও সংশ্লিষ্ট ইতিহাসের জীবন্ত দলিল। বিশ্বজুড়ে অনেক দেশের অতীতের অমূল্য রেকর্ড ছিল এসব সংগ্রহে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code