১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য বন্ধ হলো সামাজিক মাধ্যমের ১০ প্ল্যাটফর্ম

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:১২ অপরাহ্ণ
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সিদের জন্য বন্ধ হলো সামাজিক মাধ্যমের ১০ প্ল্যাটফর্ম

Manual8 Ad Code

স্বপ্না শিমু, স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

১৬ বছরের কম বয়সিদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ১০টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাত থেকে দেশটিতে শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ ৩৩ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হবে।

Manual6 Ad Code

তবে সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়ার অনেক সাধারণ মানুষ। গত এক বছর ধরে অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চলছে নানা জল্পনা।

অবশেষে বিশ্বের প্রথম দেশ হিসেবে দেশটিতে নিষিদ্ধ হয়েছে ১৬ বছরের কম বয়সিদের জন্য ১০টি সামাজিক মাধ্যম ব্যবহার।

দেশটিতে শিশুদের জন্য টিকটক, গুগল, ইউটিউব এবং মেটার ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের নতুন আইন অনুযায়ী, ১০টি বৃহত্তম প্ল্যাটফর্মকে শিশুদের প্রবেশ সুবিধা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কোনো কোম্পানি এই নির্দেশ না মানলে সর্বোচ্চ ৩৩ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হবে। মানবাধিকারকর্মীরা সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

Manual6 Ad Code

এমনকি, বিশ্বের অন্য যেসব দেশ শিশুদের বয়স বিবেচনায় একই ধরনের পদক্ষেপ নেয়ার চিন্তা-ভাবনা করছে, সেসব দেশও বর্তমানে অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার দিকে নজর রাখছে।

তবে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাকস্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code