 
স্টাফ রিপোর্টার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান- এর নেতৃত্বে একটি চৌকস দল ২৬ অক্টোবর ২০২৫ দুপুরে ৬২ কেজি গাঁজা একটি ট্রাকসহ ২ জনকে আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে, ট্রাকে মধ্যে সুকৌশলে গাঁজা গুলো বিভিন্ন পদ্ধতিতে লুকিয়ে রাখে যেন জনসাধারণের চোখে সহজে নজর না পরে। এভাবেই ট্রাকে করে ট্রাক চালক এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করে।
গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থেকে পেতে থাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চৌকস দলটি ট্রাকের গতিবিধি অনুসরণ করে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন মেসার্স এম এ মোটরস-এর সামনে ট্রাকটি আটক করা হয়েছে।
গাঁজা সহ আটককৃত ট্রাক চালক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ পলাশ সরকারের পুত্র মোঃ বাহার উদ্দিন সজীব (৩০), উত্তর ট্রাকের হেল্পার কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মোঃ শাকিল হোসেন (২৬)। উদ্ধারকৃত ৬২ কেজি গাঁজার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৮ লক্ষ ৬০ হাজার টাকা।
৬২ কেজি গাঁজা ও ১ টি ট্রাক সহ আটককৃত ২জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ৩৮, ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করেছে।
এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।
	
		Sharing is caring!