৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাদ্যবান্ধব কর্মসূচীর আবেদন বক্স ভাংচুর করেছে দুর্বৃত্তরা

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ণ
খাদ্যবান্ধব কর্মসূচীর আবেদন বক্স ভাংচুর করেছে দুর্বৃত্তরা

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual6 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে আবেদনপত্র বক্স ভাঙচুর ও তছনছ করার গুরুতর অভিযোগ উঠেছে।

২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের ছিল শেষ দিন।

Manual8 Ad Code

উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার আগেই একদল দুর্বৃত্ত খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করে।

শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, দুর্বৃত্তরা বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে তছনছ করে ফেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একপর্যায়ে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এতে কার্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা স্বপন কুমার জানান, হামলাকারীদের কাউকে তাৎক্ষণিকভাবে চেনা যায়নি। তবে“সিসিটিভি ফুটেজ ব্যবহার করে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে ফোনে জানতে চাইলে তিনি জানান আমি বিষয়টি শুনেছি খুব দ্রুত দুর্বৃত্তদের সনাক্তসহ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।এই নিয়োগ বাতিল করে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ প্রদান করা হবে।

এদিকে, ডিলার নিয়োগ পেতে ইচ্ছুক বেশ কয়েকজন আবেদনকারী সময়মতো এসেও আবেদনপত্র জমা দিতে পারেননি। আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র তছনছের ঘটনায় তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক ভাবে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code