ডেস্ক রিপোর্ট
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার চন্দনা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ফায়ার সার্ভিসের সাইরেন বেজে উঠলে এলাকাবাসী বিষয়টি টের পায়। একই সঙ্গে পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়।
পরে জানা যায়, বাজারের মোঃ সাইফুল ইসলামের ফার্নিচার দোকান ও মোঃ আমির পাটোয়ারীর গাছ কাটার ‘স-মিলে’ আগুন লাগে। অগ্নিকাণ্ডে সাইফুল ইসলামের ফার্নিচার দোকান ও আমির পাটোয়ারীর স-মিল আংশিক পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকানের সামনে হতাশ হয়ে বসে ছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম। চোখেমুখে অসহায়তার ছাপ। স্থানীয়রা জানায়, তিনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে ব্যবসা দাঁড় করিয়েছিলেন, অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেছে প্রায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, হটাৎ “ঘুমের মধ্যে সাইরেন শুনে বাইরে বের হয়ে দেখি আলো-ধোঁয়ার লেলিহান শিখা, খুব ভয়ংকর দৃশ্য ছিল।” এ ঘটনায় স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।
সবশেষে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন—সাইফুল ইসলাম যেন এই বিপদ থেকে দ্রুত উত্তরণের পথ পান। আমিন।
Sharing is caring!