১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উখিয়ায় যৌথ বাহিনীর তল্লাশি, পোশাকের ভেতর লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ
উখিয়ায় যৌথ বাহিনীর তল্লাশি, পোশাকের ভেতর লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার

Manual5 Ad Code

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ

কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা সাদৃশ্য ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের টিএনটি (গুচ্ছগ্রাম) এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

চেকপোস্টে ডিউটিরত সদস্যরা একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে যাত্রী বিলকিস আক্তার (১৮)-এর পরিহিত পোশাকের ভেতর থেকে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

Manual8 Ad Code

তার স্বীকারোক্তিতে ইয়াবার মূল মালিক ইয়াকুব আলী (৪৩)-কেও আটক করা হয়, যিনি মোটরসাইকেলে তাদের পেছনে অনুসরণ করছিলেন। আটক বিলকিস বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী নারিজবুনিয়া এলাকার ইউসুফ আলীর মেয়ে এবং ইয়াকুব রংপুরের পীরগঞ্জ থানার কুতুবপুর এলাকার মহিউদ্দিনের ছেলে।

Manual8 Ad Code

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে এপিবিএন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত ও পার্বত্য এলাকায় মাদক চক্রগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code