১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাসের গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ জন।

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ণ
বাসের গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ জন।

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Manual4 Ad Code

এসময় শাহীন মিয়া (২০) নামের এক মাদক কারবারীকেও আটক করা হয়।

Manual1 Ad Code

সোমবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে পৌরশহরের মহেশপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

Manual1 Ad Code

এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আরবী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালালে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষভাবে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

আটককৃত শাহীন মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি গ্রামের আক্কাস আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার পরিচালক মো. শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত শাহীনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code