ডেস্ক রিপোর্ট
গাজীপুর জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে কালীগঞ্জ থানার পুলিশ ভাদার্তী এলাকার জনৈক রমজান আলীর বেকারী দোকানের সামনে পাকা রাস্তা থেকে আসামি সালাউদ্দিনকে (৩৫) আটক করে। সে ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এ একটি মামলা দায়ের করেছেন।
মামলাটির তদন্তভার এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখকে প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।”
Sharing is caring!