ডেস্ক রিপোর্ট
এন্টি নারকটিকস টাস্কফোর্স কর্তৃক ঘোষিত শীর্ষ মাদক কারবারি এবং মারামারি, খুনের চেষ্টা, মাদক মামলা সহ মোট ০৮টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট কবির প্রকাশ টুকাই কবির’কে কক্সবাজার রামু থানাধীন রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব ১৫।
র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও মারামারি, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ রাতে সিপিএসসি, র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মারামারি, খুনের চেষ্টা ও মাদক মামলাসহ মোট ০৮টি মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামী কুখ্যাত মাদক সম্রাট কবির প্রঃ টুকাই কবির’কে কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপিস্থ রাবার বাগান এলাকায় অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দলটি উক্ত রাবার বাগান এলাকায় উপস্থিত হয়ে কুখ্যাত মাদক সম্রাট কবির প্রঃ টুকাই কবির’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর নিকট হতে নগদ ৩,৩৭০ (তিন হাজার তিনশত সত্তর) টাকা ও ০১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ কবির প্রঃ টুকাই কবির (৩৭), পিতা-জহির আহাম্মদ, মাতা-হাছিনা খাতুন, সাং-পশ্চিম লাহারপাড়া (জহিররের বাড়ি), ১নং ওয়ার্ড, ঝিলংঝা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
র্যাব ১৫ এর ল’ এন্ড মিডিয়া অফিসার আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!