১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূবাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে এগ্রো প্রজেক্টে হামলা,কর্মচারীকে মারধর

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ণ
পূবাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে এগ্রো প্রজেক্টে হামলা,কর্মচারীকে মারধর

Manual3 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরের পূবাইলে চাহিদা মাফিক চাঁদা না পেয়ে এগ্রো ব্যবসায়ীর প্রজেক্টে হামলা ও কর্মচারীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগের সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার সোড়ল গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক এগ্রো কোম্পানির মালিকের এগ্রো প্রজেক্টে।

Manual3 Ad Code

থানার অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার একই এলাকার ১। বাদল চন্দ্র দাস পিতা জিতেন্দ্র নাথ,২।রানা চন্দ্র দাস, ৩।শিবলী চন্দ্র দাস পিতা রবীন্দ্রচন্দ্র(রাখাল) সহ ১৫ থেকে ২০ জন আসামিরা এলাকার কুচক্রী মহল ও চাঁদাবাজদের ইন্দনে ভুক্তভোগীর প্রজেক্টে বেআইনিভাবে প্রবেশ করে মোটা অংকের চাঁদা দাবি করে।

Manual4 Ad Code

এ সময় ভুক্তভোগীর প্রজেক্ট থাকা কর্মচারীরা তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে অভিযুক্তরা ভুক্তভোগীর এগ্রো প্রজেক্টের তত্ত্বাবধায়ক সালাম মোল্লাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে ভুক্তভোগী সাখাওয়াত কোথায় আছে এই সংবাদ দিতে বলে।

Manual7 Ad Code

এ সময় তারা অকথ্য ভাষায় সালাম এবং এগ্রো প্রজেক্টর মালিক শাখাওয়াত কে গালিগালাজ করে।

এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সালামের উপর চড়াও হয় এবং তাকে এলোপাথাড়ি মারধর করে স্বাসরুদ্ধকর হত্যা করার চেষ্টা করে।এবং যাওয়ার সময় আসামিরা এই মর্মে হুমকি দিয়ে যায় যে তাদের দাবিকৃত চাঁদা না পেলে অত্র প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।

Manual6 Ad Code

এ সময় ভুক্তভোগী সাখাওয়াত হোসেন খবর পেয়ে তার তত্ত্বাবধায়ক সালামকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সাখাওয়াত বাদী হয়ে পূবাইল মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেন। এগ্রো প্রজেক্টে গিয়ে জানা যায়।

পুবাইল এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান ও এগ্রো প্রজেক্ট তাদের উন্নয়ন কর্মকান্ড করতে গেলে স্থানীয় একটি চক্র আছে যারা প্রথমে প্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি করে,পরবর্তীতে চাহিদা অনুযায়ী চাঁদা না পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালাতে থাকে। এতে প্রতিষ্ঠানের মালিক ভয়ে গোপনে ওই চক্রটিকে চাঁদা দিয়ে আসছে।

এ বিষয়ে পূবাইল থানার উপ পরিদর্শক নাজমুল ইসলাম ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code