১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পূবাইলে আইনের তোয়াক্কা না করে অবৈধ বালি ভরাট কৃষি জমি বিনষ্ট

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৯:৫২ অপরাহ্ণ
পূবাইলে আইনের তোয়াক্কা না করে অবৈধ বালি ভরাট কৃষি জমি বিনষ্ট

Manual1 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন

Manual8 Ad Code

গাজীপুর মহানগরীর পূবাইল সোড়ল এলাকায় জোরপূর্বক হিন্দু সম্প্রদায়ের ফসলি (ধানের) জমিতে ড্রেজার বসিয়ে কৃষি জমির উপর দিয়ে প্রায় ১কি:মি: অবৈধ বালির পাইপ লাইন স্থাপন করে বালু ড্রেজিংয়ের কাজ করছে বলে অভিযোগ উঠেছে স্হানীয় দলিল উদ্দিন দুলালের ছেলে সাখাওয়াত ও একটি অসাধু চক্রের বিরুদ্ধে ।

প্রতিনিয়ত ড্রেজিংয়ের কারণে পাইপ লাইন খুলে জমির উপর বালু পড়ে ফসলি জমি বিনষ্ট হচ্ছে।

Manual7 Ad Code

ভুক্তভোগী কৃষি পরিবার স্হানীয় ভূমি অফিস, সিটি কর্পোরেশন ও থানায় অভিযোগ দায়ের করে ও কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানান অসহায় পরিবার।উল্টো হিন্দু সম্প্রদায়ের কৃষকদের সাখাওয়াত ও তার দস্যু বাহিনী নানাভাবে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে সোড়ল সরেজমিন পরিদ্শনে আসেন স্হানীয় পূবাইল ভূমি অফিস কর্মকর্তা আরিফ উল্লাহ ও পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম তারা ঘটনার সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন কিন্তু দুলালের ছেলে সাখাওয়াত আইনের তোয়াক্কা না করে সন্ধ্যার পর পুনরায় ড্রেজার বসিয়ে সারা রাত অবৈধ পন্থায় বালি ভরাটের কাজ চালিয়ে যায়।

Manual5 Ad Code

পরবর্তীতে নিকটস্থ থানায় ফোন করেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীগণ। কৃষকের পক্ষে সোড়ল গ্রামের জীতেন্দ্রনাথ চন্দ্রের ছেলে বাদল চন্দ্র দাস পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পূবাইল সোড়ল গ্রামে দলিল উদ্দিন দুলালের ছেলে সাখাওয়াত, গিয়াজউদ্দিনের ছেলে মামুন অশোক ও সালাম মোল্লা মিলে গত ১ বছর যাবত প্রায় ১৫ জন কৃষকের ফসলি জমির উপর দিয়ে বালু ড্রেজিংয়ের জন্য পাইপ লাইন স্থাপন করেছে।

Manual5 Ad Code

এতে প্রায় ২০ বিঘা জমিতে ধান চাষের কাজ করতে পারছে না কৃষকরা।স্হানীয় অন্য একটি সূত্রে জানা যায় গত ১৪ সেপ্টেম্বর পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য সাখাওয়াত হোসেন খান খোকন এর বারইবাড়ীর চৌরাস্তায় তার ব্যাক্তিগত অফিসে তার উপস্থিতিতে সাখাওয়াতের সাথে মারুফ খান,সালাউদ্দিন নামে অবৈধ বালি ভরাটের চুক্তি স্বাক্ষরিত হয়।

অভিযোগে জানা যায়, ১৫ সেপ্টেম্বর দুপুরে সোড়লের অসহায় কৃষকরা জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপনে বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে তেড়ে আসে। জমির উপর দিয়েই তারা ড্রেজিংয়ের পাইপ স্থাপন করবেই। যদি কেউ বাধা সৃষ্টি করতে করে তাহলে তাদের এই জমিতে পুতে ফেলা হবে বলে হুমকি প্রদান করেন তারা।

জমিতে না যাওয়ার জন্য তারা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে যাচ্ছে। কৃষকদের যেকোনো সময় খুন বা গুম করার হুমকিও দিচ্ছে তারা। বর্তমানে কৃষক ও তাদের পরিবার পরিজনেরা দুঃচিন্তার মধ্যে জীবন যাপন করছে বলে জানায় হিন্দু ধর্মালম্বীরা।উল্লেখ্য দুলালের ছেলের বিরুদ্ধে খাস ও অন্যের জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code