৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইভটিজারদের হামলায় রক্তাক্ত সংঘর্ষ আহত ৪

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইভটিজারদের হামলায় রক্তাক্ত সংঘর্ষ আহত ৪

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্বপোমকাড়া গ্রামে চিহ্নিত মাদকসেবী ও ইভটিজারদের হামলায় স্থানীয় ইউপি সদস্যসহ চারজন (৪) জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পূর্বপোমকাড়া অলিউল্লাহর পরিত্যক্ত বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন (৪৩), মোঃ সিরাজুল ইসলাম (৪২), তার ভাই সেলিম মিয়া (৪৮) ও সিরাজুল ইসলামের ছেলে মোঃ রুমান (২০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সিরাজুল ইসলামের অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত কয়েকজন মাদকসেবী অলিউল্লাহর পরিত্যক্ত বাড়ির সামনে বসে মাদক সেবন এবং স্কুল–কলেজগামী ছাত্রীদের ইভটিজিং করে আসছিল।

স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেনকে জানান।

শনিবার দুপুরে তিনি বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সিফাতের নেতৃত্বে ১০–১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় মোঃ আলমগীর হোসেনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আল আমিন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, “হামলার ঘটনাটি আমি শুনেছি। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করা হবে।”

Sharing is caring!