২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর, ১৪৪৭ হিজরি

সিলেটের পরিবহন ইউনিয়নের দুই নেতা আদালতের নির্দেশে আটক

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ০৯:০৫ অপরাহ্ণ
সিলেটের পরিবহন ইউনিয়নের দুই নেতা আদালতের নির্দেশে আটক

এফ এম হাসান ::

সিলেটের পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী দুই নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) বিস্ফোরক, ভাংচুর ও অগ্নিসংযোগের এক মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সময় কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারা ১ম ও ২য় আসামি ছিলেন। মামলাটি দায়ের হয় ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায়। এতদিন তারা জামিনে ছিলেন।

সেলিম আহমদ ফলিক পূর্বে দীর্ঘদিন ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।

Sharing is caring!