১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের পরিবহন ইউনিয়নের দুই নেতা আদালতের নির্দেশে আটক

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ০৯:০৫ অপরাহ্ণ
সিলেটের পরিবহন ইউনিয়নের দুই নেতা আদালতের নির্দেশে আটক

Manual5 Ad Code

এফ এম হাসান ::

সিলেটের পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী দুই নেতা সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) বিস্ফোরক, ভাংচুর ও অগ্নিসংযোগের এক মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual2 Ad Code

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনের সময় কদমতলী টার্মিনালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তারা ১ম ও ২য় আসামি ছিলেন। মামলাটি দায়ের হয় ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায়। এতদিন তারা জামিনে ছিলেন।

Manual1 Ad Code

সেলিম আহমদ ফলিক পূর্বে দীর্ঘদিন ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code