১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০২:২১ পূর্বাহ্ণ
গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তানিন আফরিন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবলু গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মোশাহেদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Sharing is caring!