তানিন আফরিন
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাহেদ হোসেন চৌধুরী বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাবলু গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ছোট ভাই।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মোশাহেদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।