৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাগবি ফেডারেশনের জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি এ অংশগ্রহণ করবে ছাতক রাগবি ক্লাব

admin
প্রকাশিত মে ১৫, ২০২৫, ০৯:২৬ অপরাহ্ণ
রাগবি ফেডারেশনের জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি এ অংশগ্রহণ করবে ছাতক রাগবি ক্লাব

Manual4 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ-
বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে আগামী ১৬ মে হতে পল্টন ময়দানে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি (পুরুষ) অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

টুর্ণামেন্টে সিলেট বিভাগ থেকে ছাতক রাগবি ক্লাব অংশগ্রহণ করবে। ছাতক রাগবি ক্লাব দলের নেতৃত্ব দিচ্ছেন সিলেট বিভাগের রাগবি ফেডারেশনের মনোনিত (আরডিএম) রাগবি ডেভেলাপমেন্ট ম্যনেজার ও ছাতক রাগবি ক্লাবের (কোচ) জনাব জামিল আহমদ। এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব কবি শাহ পারভেজ।

Manual2 Ad Code

ক্লাবের সভাপতি জনাব রেজোয়ানুল করিম সায়েম এবং সহ-সভাপতি জনাব আব্বাসউদ্দীন সবার কাছে ক্লাবের সফলতার জন্য দোয়া চেয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code