জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ-
বাংলাদেশ রাগবি ফেডারেশনের আয়োজনে আগামী ১৬ মে হতে পল্টন ময়দানে ক্রিস্টাল ইন্সুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি (পুরুষ) অনুষ্ঠিত হবে।
টুর্ণামেন্টে সিলেট বিভাগ থেকে ছাতক রাগবি ক্লাব অংশগ্রহণ করবে। ছাতক রাগবি ক্লাব দলের নেতৃত্ব দিচ্ছেন সিলেট বিভাগের রাগবি ফেডারেশনের মনোনিত (আরডিএম) রাগবি ডেভেলাপমেন্ট ম্যনেজার ও ছাতক রাগবি ক্লাবের (কোচ) জনাব জামিল আহমদ। এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব কবি শাহ পারভেজ।
ক্লাবের সভাপতি জনাব রেজোয়ানুল করিম সায়েম এবং সহ-সভাপতি জনাব আব্বাসউদ্দীন সবার কাছে ক্লাবের সফলতার জন্য দোয়া চেয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।