১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১১:২২ অপরাহ্ণ
গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

Manual5 Ad Code

আমিরুল ইসলাম কবির,স্টাফ রিপোর্টারঃ-

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শনিবার (১৫ই মার্চ) দিবাগত রাত ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

গ্রেফতারকমত সাহরিয়ার খাঁন বিপ্লব (৫৮) সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর এলাকার মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,তারাবির নামাজের পর সদর ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।

Manual2 Ad Code

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যম কর্মীদের বলেন, গ্রেফতারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গেল বছরের ২৬শে আগষ্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আগামিকাল রোববার (১৬ই মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হবে।।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code