১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মন কবিতায় কথা বলে সুখ সুখ গন্ধ পাই ❤️😊

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৬:২১ অপরাহ্ণ
মন কবিতায় কথা বলে সুখ সুখ গন্ধ পাই ❤️😊

মন কবিতায় কথা বলে সুখ সুখ গন্ধ পাই ❤️😊
#প্রাণের মধ্যে প্রাণ

-সোমা সাহা (তরী)

আমরা সবাই দুঃখ ভুলে
মনের ভেতর ডানা মেলি
সুখের আবেশ ছুঁয়ে থেকে
মন কবিতায় কথা বলি।

মনের বাঁধন শক্ত করে
বাঁচার মত বাঁচতে চাই
খুব দূরে নয় ফিরতি পথ
প্রাণের মধ্যে প্রাণ পাই।

আমরা সবাই কষ্ট ভুলে
প্রাণের হাসি হাসতে চাই
মন কবিতায় কথা বলে
সুখ সুখ গন্ধ পাই।

হালিশহর।11.3.2025

Sharing is caring!