
মন কবিতায় কথা বলে সুখ সুখ গন্ধ পাই ❤️😊
#প্রাণের মধ্যে প্রাণ
-সোমা সাহা (তরী)
আমরা সবাই দুঃখ ভুলে
মনের ভেতর ডানা মেলি
সুখের আবেশ ছুঁয়ে থেকে
মন কবিতায় কথা বলি।
মনের বাঁধন শক্ত করে
বাঁচার মত বাঁচতে চাই
খুব দূরে নয় ফিরতি পথ
প্রাণের মধ্যে প্রাণ পাই।
আমরা সবাই কষ্ট ভুলে
প্রাণের হাসি হাসতে চাই
মন কবিতায় কথা বলে
সুখ সুখ গন্ধ পাই।
হালিশহর।11.3.2025
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।