১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারধরের মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ণ
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারধরের মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

Manual6 Ad Code

মোঃ শাহজাহান খন্দকার ::

Manual1 Ad Code

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

Manual4 Ad Code

সোমবার (১০ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা ও অন্যান্য অস্ত্র দিয়ে ছাত্রদের মারধর করা হয়।

Manual1 Ad Code

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে এবং ১৮০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ধামশ্রেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ির ভাতিজা।

Manual8 Ad Code

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code