১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযান

admin
প্রকাশিত মার্চ ৬, ২০২৫, ০৪:০৫ অপরাহ্ণ
বাঁশখালীতে বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযান

জসিম তালুকদার,চট্টগ্রাম অফিস থেকেঃ-

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনে মামলায় ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার, কালীপুর ইউনিয়নে গুনাগরী বাজারে পৃথক পৃথক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জসিম উদ্দিন।

এ সময় তাদের সহযোগিতা করেন থানা পুলিশের একটি টিম।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা নিত্য পণ্য বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের সেবামূলক চিন্তা ও সততার মাধ্যমে ব্যবসা করার তিনি আহবান জানান।

Sharing is caring!