১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযান আওয়ামীলীগের দুইজন গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ
ছাতকে অপারেশন ডেভিল হান্ট অভিযান আওয়ামীলীগের দুইজন গ্রেফতার

ফকির হাসান :: ছাতকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জব্বার খোকন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিলন কুমার সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেক তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার সুনামগঞ্জ আদালতে আসামিদের পাঠানো হয়েছে।

আব্দুল জব্বার খোকন (৫৮) ইসলামপুর ইউনিয়নের গাংপার নোয়াকুট গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র,উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিগত নির্বাচনে প্রার্থী ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও একাধিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। মিলন কুমার সিংহ (৪৫) ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা গ্রামের ফুলবাবু সিংহের পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দের নির্দেশনায় এস আই মোঃ সিকান্দর আলী,এস আই মোঃ সাদেক,এ এস আই তাজ উদ্দিন,এ এস আই মোঃ তোলা মিয়া,এএস আই শওকত,এএস আই সাইফুর রহমান, এএস আই নাছির উদ্দিনসহ পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো: মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতার কৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Sharing is caring!