১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকার মৃত্যু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:০২ অপরাহ্ণ
ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি,

হবিগঞ্জের বাহুবলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলশিক্ষক মিনারা খাতুন (৩৮) মারা গেছেন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মিনারা খাতুন উপজেলার মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদের স্ত্রী।

Sharing is caring!