১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গলায় মাফলার পেঁচিয়ে অটোচালককে হত্যা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ণ
গলায় মাফলার পেঁচিয়ে অটোচালককে হত্যা

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি, মৌলভীবাজারের বড়লেখায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

গতকাল রোববার দিবাগত রাতে তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম উজ্জ্বল বিশ্বাস (৩০)। তিনি ওই গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে। উজ্জ্বল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ আজ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোট ভাই জন্টু বিশ্বাসকে (২৫) আটক করা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উজ্জ্বলের স্ত্রী দিপনার সঙ্গে দেবর জন্টুর সম্পর্ক চলছিল। বিষয়টি উজ্জ্বল জেনে ফেললে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে উজ্জ্বলকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন দিপনা ও জন্টু।

Manual4 Ad Code

পরিকল্পনা অনুযায়ী রোববার গভীর রাতে দিপনা ও জন্টু ঘুমন্ত উজ্জ্বলের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। পরে লাশ বাড়ি থেকে বের করে রাস্তার পাশে নিয়ে ফেলে দেন। সোমবার ভোরের দিকে স্বজনেরা লাশটি খুঁজে পান।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, নিহতের স্ত্রী দিপনা ও ছোট ভাই জন্টুকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার দায় স্বীকার করেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code