২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যদি সম্ভব হতো-মনীষা কর বাগচী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ
যদি সম্ভব হতো-মনীষা কর বাগচী

যদি সম্ভব হতো

মনীষা কর বাগচী

যদি সম্ভব হতো
ছুঁড়ে ফেলে দিতাম খড় কূটোর মতো
দুঃখ যন্ত্রণা অন্যায় অরাজকতা যতো।

মুছে দিতাম কালো ইতিহাস
অবক্ষয়ের পান্ডুলিপি করতাম ভস্মীভূত
সারিয়ে তুলতাম কোমল স্পর্শে
মানবতাবক্ষে ধর্মের ক্ষত।

সাহারা হৃদয়ে নামিয়ে দিতাম ঢল, চেরাপুঞ্জির মতো
চির বসন্তের অবগাহনে
প্রেম খেলা চলতো অবিরত।

অরাজনৈতিক অস্তিত্বের হাতে
ধরিয়ে দিতাম রাজনীতি শিক্ষা, শিক্ষকের মতো
বিভৎসতার অন্ধকারে ফুটিয়ে দিতাম
ব্রহ্মকমল শত শত।

লাগিয়ে দিতাম প্রেমবীজ রাবণ হৃদয়ে অনন্ত
শুষে নিতাম ধর্ষিত মেয়েটির সবটুকু অশ্রু
যদি সম্ভব হতো।

Sharing is caring!