১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যদি সম্ভব হতো-মনীষা কর বাগচী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ
যদি সম্ভব হতো-মনীষা কর বাগচী

Manual3 Ad Code

যদি সম্ভব হতো

মনীষা কর বাগচী

যদি সম্ভব হতো
ছুঁড়ে ফেলে দিতাম খড় কূটোর মতো
দুঃখ যন্ত্রণা অন্যায় অরাজকতা যতো।

Manual2 Ad Code

মুছে দিতাম কালো ইতিহাস
অবক্ষয়ের পান্ডুলিপি করতাম ভস্মীভূত
সারিয়ে তুলতাম কোমল স্পর্শে
মানবতাবক্ষে ধর্মের ক্ষত।

Manual6 Ad Code

সাহারা হৃদয়ে নামিয়ে দিতাম ঢল, চেরাপুঞ্জির মতো
চির বসন্তের অবগাহনে
প্রেম খেলা চলতো অবিরত।

Manual2 Ad Code

অরাজনৈতিক অস্তিত্বের হাতে
ধরিয়ে দিতাম রাজনীতি শিক্ষা, শিক্ষকের মতো
বিভৎসতার অন্ধকারে ফুটিয়ে দিতাম
ব্রহ্মকমল শত শত।

লাগিয়ে দিতাম প্রেমবীজ রাবণ হৃদয়ে অনন্ত
শুষে নিতাম ধর্ষিত মেয়েটির সবটুকু অশ্রু
যদি সম্ভব হতো।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code