
যদি সম্ভব হতো
মনীষা কর বাগচী
যদি সম্ভব হতো
ছুঁড়ে ফেলে দিতাম খড় কূটোর মতো
দুঃখ যন্ত্রণা অন্যায় অরাজকতা যতো।
মুছে দিতাম কালো ইতিহাস
অবক্ষয়ের পান্ডুলিপি করতাম ভস্মীভূত
সারিয়ে তুলতাম কোমল স্পর্শে
মানবতাবক্ষে ধর্মের ক্ষত।
সাহারা হৃদয়ে নামিয়ে দিতাম ঢল, চেরাপুঞ্জির মতো
চির বসন্তের অবগাহনে
প্রেম খেলা চলতো অবিরত।
অরাজনৈতিক অস্তিত্বের হাতে
ধরিয়ে দিতাম রাজনীতি শিক্ষা, শিক্ষকের মতো
বিভৎসতার অন্ধকারে ফুটিয়ে দিতাম
ব্রহ্মকমল শত শত।
লাগিয়ে দিতাম প্রেমবীজ রাবণ হৃদয়ে অনন্ত
শুষে নিতাম ধর্ষিত মেয়েটির সবটুকু অশ্রু
যদি সম্ভব হতো।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।